‘জনগণ চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে’
জাতীয়তাবাদী সমমনা জোটের (১১ দল) সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। জনগণ আজ মুক্তভাবে বাতাস নিতে পারছে না। বর্তমান সরকার গণতন্ত্রকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছে। দেশবাসী এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আর এ আন্দোলনে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।
বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বিজয়নগরে যুগপৎ আন্দোলনে বিএনপি ঘোষিত ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফরহাদ বলেন, সরকারের নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগ আজ ধ্বংসের পথে। সরকারি দলের লুটের কারণে ব্যাংক দেউলিয়ার পথে। হাজার কোটি টাকা পাচার করে বিদেশে করা হচ্ছে সাম্রাজ্য। আর দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পেট ভরে ভাত খেতে পারছে না। রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে জিম্মি। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে দেশের অর্থনীতি, সহবস্থান এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনা যাবে না।
সমাবেশ শেষে ফরিদুজ্জামান ফরহাদ আগামী ১৬ জানুয়ারি সারা দেশে ১০ দফাসহ বিদ্যুতের দাম কমাতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
এমএইচ/এসজি