নীতি ও আর্দশ নিয়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নীতি ও আর্দশ নিয়ে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নর আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করে।
তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল-সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। একটি স্মার্ট ছাত্রলীগ গড়ে তুলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের এক সঙ্গে কাজ করতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টার দিকে নওগাঁ জেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। কোনোভাবেই যেন বহিরাগতরা ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সেদিক গভীরভাবে নজর দিতে হবে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধবিধস্ত বাংলাদেশ পুনর্গঠনে অংশ নেয় ছাত্রলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবার নিহত হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক পথধারা।
তিনি আরও বলেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে স্বাধীনতার চেতনা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার আন্দোলনের সূচনা করেন। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ। ছাত্রলীগ মানবিক হয়ে ভূমিকা রাখবে এমনটাই আশা করছি।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া আতজবাজি, ৭৫টি ফানুস উড়ানা, প্রীতি ফুটবল ম্যাচ, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসজি