শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (৪ জানুয়ারি)। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণঅভূত্থান, ৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সব গৌরবময় আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছাত্রলীগ নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৭৫-এ পা রাখল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে প্রাচীনতম ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন অংশ। আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলেন ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে— ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’।

তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার হলেও ছাত্রলীগের শোভাযাত্রা হবে শুক্রবার ছুটির দিনে। শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগ সভাপতি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া এদিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিকাল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা নিয়েছে ছাত্রলীগ। ৫ থেকে ৮ জানুয়ারি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

জাসদ ছাত্রলীগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক বটতলায় সমাবেশ ও র‌্যালির কর্মসূচি গ্রহণ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ ছাড়া সমাবেশে স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাউত্তর ছাত্রলীগের সাবেক নেতারা বক্তব্য রাখবেন।

এ ছাড়া ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচি পালন করবে।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ এক বিবৃতিতে সংগ্রাম ও গৌরবের উত্তরাধিকার ছাত্রলীগের সকল নেতা-কর্মী-সদস্যকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে ছাত্রলীগের সকল শহীদ ও প্রয়াত নেতা-কর্মীকে স্মরণ করেছেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী-সদস্যদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্রলীগের সংগ্রামের চেতনায় আগামী ৪ জানুয়ারি সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সংগঠনের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

ছাত্রলীগের ইতিবৃত্ত

জাতির সব চেয়ে অগ্রসর চিন্তার অধিকারী ছাত্র সমাজের কয়েকজন সাহসী তরুণ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রলীগ বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিপীড়ণের বিরুদ্ধে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগ আপোষহীন সংগ্রামের সূচনা করে। প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে ছাত্রলীগ বাংলা ভাষার প্রশ্নে আন্দোলনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু করে। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫৩ সালে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামকরণের মধ্য দিয়ে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সংগঠনে উন্নীত হয়। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির পক্ষে গণরায় আদায়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৫৮ সালে জেনারেল আইয়ূবের সামরিক শাসন জারি হবার পর জাতীয় রাজনৈতিক অঙ্গনের বিপর্যস্থতা, সুবিধাবাদিতা, নিয়ে আপোষহীন সংগ্রামের সূচনা করে।

১৯৫৮ সালে জেনারেল আইয়ূবের সামরিক শাসন জারি হবার পর জাতীয় রাজনৈতিক অঙ্গণের বিপর্যস্থতা, সুবিধাবাদিতা, দ্যোদূল্যমানতার অচলায়তন ভেঙে ১৯৬২ সালে ছাত্রলীগ অপরাপর প্রগতিশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ করে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক ও ঐতিহাসিক শিক্ষা আন্দোলন সংগঠিত করে। ১৯৬২ সালেই ছাত্রলীগের অভ্যন্তরে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে স্বাধীনতার নিউক্লিয়াস নামে একটি রাজনৈতিক প্রক্রিয়া গড়ে উঠে। যা নিউক্লিয়াস ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে পরিচিত হয়। ছাত্রলীগ ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করলে জাতীয় রাজনৈতিক অঙ্গনের বিরোধীতা ও দ্যোদূল্যমনতার বিপরীতে স্বাধীনতার নিউক্লিয়াসের তত্ত্বাবধায়নে ৬ দফার পক্ষে ছাত্রলীগ বলিষ্ঠ-আপোসহীন-ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়।

১৯৬৮ সালের ছাত্র গণআন্দোলন এবং অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করে ছাত্রলীগ। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যূত্থানে অগ্রণী ভূমিকা পালন করে। গণআন্দোলনের চাপে আইয়ুব সামরিক জান্তা পদত্যাগ এবং বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ছাত্রলীগের পক্ষ থেকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধী দেওয়া হয়। ছাত্রলীগ ১৯৬৯ সালে জয় বাংলা স্লোগানকে জনপ্রিয় ও জাতীয় স্লোগানে পরিণত করে। স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নির্দেশে ১৯৭০ সালেই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভায় শহীদ স্বপন চৌধুরী স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব উত্থাপন করেন। ১৯৭০ সালের নির্বাচনে জয় বাংলা ধ্বনিকে সামনে নিয়ে বাঙালির পক্ষে গণরায় অর্জনে ছাত্রলীগ সুপরিকল্পিতভাবে গ্রামে-গঞ্জে ব্যাপক প্রচারণা চালায়। স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তত্ত্বাবধায়নে ছাত্রলীগ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সুস্পষ্ট করতে ১৯৬৯ সালেই ১৫ ফেব্রুয়ারি বাহিনী, সার্জেন্ট জহুর বাহিনী, জয় বাংলা বাহিনী গঠন করে প্রকাশ্যে সামরিক কুচকাওয়াজ শুরু করে। এসকল কুচকাওয়াজে স্বাধীন বাংলাদেশের পতাকা রেজিমেন্টাল পতাকা হিসাবে প্রদর্শণ করা শুরু করে।

১৯৭০ সালের নির্বাচনে বাঙালির পক্ষে ঐতিহাসিক গণরায় অর্জিত হবার পর ছাত্রলীগ ‘বীর বাঙালি অস্ত্র ধরো/বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমগ্র বাঙালি জাতিকে জাগিয়ে তুলে। ১৯৭১ সালের ১ মার্চ জেনারেল ইয়াহিয়া পাকিস্তান গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তত্ত্বাবধায়নে ছাত্রলীগ ও ডাকসুর সমন্বয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৭২ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রদর্শণ ও উত্তোলন করে। ৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সীমানা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পতাকা, ‘আমার সোনার বাংলা’কে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত,সমাজতন্ত্রকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম জাতীয় নীতি ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রূপরেখা সম্বলিত ইশতেহার ঘোষণা করে।

৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতির কর্তৃত্বভার গ্রহণ করলে ছাত্রলীগ সারা দেশে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক দায়িত্ব গ্রহণ ও সামরিক প্রস্তুতি জোরদার করে। ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী প্রতিরোধ দিবস ঘোষণা করে পল্টন ময়দানে আনুষ্ঠানিকভাবে সামরিক কায়দায় গান ফায়ার করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে এবং ঢাকার রাজপথে সামরিক কায়দায় কুচকাওয়াজ করে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করে। এ দিন ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকাসহ পূর্ব বাংলার সকল সরকারি-বেসরকারি অফিস আদালতসহ সর্বত্র স্বাধীনতার পতাকা উত্তোলণ করে পাকিস্তান রাষ্ট্রের কবর ও স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের উত্থান অনিবার্য করে তোলে। ২৫ মার্চ পাকহানাদার বাহিনীর ক্র্যাকডাউনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা জনগণ এবং সেনাবাহিনী-ইপিআর-পুলিশের বিদ্রোহী সদস্যদের সংগঠিত করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

ছাত্রলীগ গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখে। যার ধারাবাহিকতায় স্বৈরাচার সরকারের পতন হয় এবং গণতান্ত্রিক সরকারের উত্থান হয়। ১/১১’র সময় শেখ হাসিনাসহ ছাত্র-শিক্ষক সবার মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ গণআন্দোলন গড়ে তুলে। যার ধারবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজবন্দি মুক্তি পেয়ে ২০০৮ সালে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের শুরু হয়।

এদিকে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের পক্ষ থেকে দেশমাতৃকার প্রয়োজনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তি, মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে, পেট্রোল বোমা ও অগ্নি সন্ত্রাস রুখে দিতে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে, শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষাজীবন ও নিরাপদ ক্যাম্পাস বজায় রাখতে জীবন উৎসর্গ করতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।

বছরব্যাপী কর্মসূচি ছাত্রলীগের

বছরব্যাপী কর্মসূচির মধ্যে দেশের ওয়ার্ড পর্যায়ে অনাবাদী জমিতে শাক-সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগ গ্রহণ। প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ' শীর্ষক মতবিনিময়। কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন, পুনর্মিলনী। ‘বাংলাদেশ ছাত্রলীগ: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর' শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ। ‘স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট’ আয়োজন। সব সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা' শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে ‘স্মার্ট ইউথ ক্যাম্প’ আয়োজন। শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ‘শর্ট ফিল্ম কম্পিটিশন’ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজ আয়োজন। নারী শিক্ষার্থীদের নিয়ে 'নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা' শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা।‘সজীব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট’ আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ' ও 'স্মার্ট ক্যাম্পাস' এর উপর আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স ‘স্মার্ট বাংলাদেশ’ অলিম্পিয়াড। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সাথে চা-চক্র আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ: আওয়ার কান্ট্রি, আওয়ার ড্রিম’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন।

এনএইচবি/আরএ/

Header Ad

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

তৃতীয় বিভাগ ক্রিকেটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটারসহ মোট ৯ জনকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অমান্য করায় এই ক্রিকেটারদের প্রত্যেককে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বিসিবি।

শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ এবং সবাইকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।

এতে আরও বলা হয়েছে, ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। তাই এটিকে ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।

ওই ৮ ক্রিকেটার হলেন, তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়। আর তেজগাঁও ক্লাবের কর্মকর্তা রবিন।

জানা গেছে, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে হওয়া সুপার লিগের ম্যাচে তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি ঘটনার প্রমাণ সাপেক্ষে তাদের শাস্তি দেয়।

Header Ad

উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের জনগণের দুর্ভোগের মধ্যে উপদেষ্টাদের অযাচিত কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন। তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই।

তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উসকানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত ১৫ বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে।

এ সময় আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

Header Ad

ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ

ছবি: সংগৃহীত

ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ জানিয়েছেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দিবে, তা ভারতের নিজস্ব ব্যাপার, এটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেয়ার কিছু নেই।

শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে।

এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ