রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (৪ জানুয়ারি)। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণঅভূত্থান, ৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সব গৌরবময় আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত ছাত্রলীগ নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৭৫-এ পা রাখল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে প্রাচীনতম ছাত্রসংগঠন ছাত্রলীগের বিভিন্ন অংশ। আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলেন ধরেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে— ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’।

তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার হলেও ছাত্রলীগের শোভাযাত্রা হবে শুক্রবার ছুটির দিনে। শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগ সভাপতি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া এদিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং বিকাল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা নিয়েছে ছাত্রলীগ। ৫ থেকে ৮ জানুয়ারি রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

জাসদ ছাত্রলীগ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক বটতলায় সমাবেশ ও র‌্যালির কর্মসূচি গ্রহণ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ ছাড়া সমাবেশে স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাউত্তর ছাত্রলীগের সাবেক নেতারা বক্তব্য রাখবেন।

এ ছাড়া ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচি পালন করবে।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ এক বিবৃতিতে সংগ্রাম ও গৌরবের উত্তরাধিকার ছাত্রলীগের সকল নেতা-কর্মী-সদস্যকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে ছাত্রলীগের সকল শহীদ ও প্রয়াত নেতা-কর্মীকে স্মরণ করেছেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী-সদস্যদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্রলীগের সংগ্রামের চেতনায় আগামী ৪ জানুয়ারি সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সংগঠনের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

ছাত্রলীগের ইতিবৃত্ত

জাতির সব চেয়ে অগ্রসর চিন্তার অধিকারী ছাত্র সমাজের কয়েকজন সাহসী তরুণ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রলীগ বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিপীড়ণের বিরুদ্ধে বাঙালি জাতির ভাষা, সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগ আপোষহীন সংগ্রামের সূচনা করে। প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালে ছাত্রলীগ বাংলা ভাষার প্রশ্নে আন্দোলনের মধ্য দিয়ে জয়যাত্রা শুরু করে। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫৩ সালে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ নামকরণের মধ্য দিয়ে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সংগঠনে উন্নীত হয়। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালির পক্ষে গণরায় আদায়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৫৮ সালে জেনারেল আইয়ূবের সামরিক শাসন জারি হবার পর জাতীয় রাজনৈতিক অঙ্গনের বিপর্যস্থতা, সুবিধাবাদিতা, নিয়ে আপোষহীন সংগ্রামের সূচনা করে।

১৯৫৮ সালে জেনারেল আইয়ূবের সামরিক শাসন জারি হবার পর জাতীয় রাজনৈতিক অঙ্গণের বিপর্যস্থতা, সুবিধাবাদিতা, দ্যোদূল্যমানতার অচলায়তন ভেঙে ১৯৬২ সালে ছাত্রলীগ অপরাপর প্রগতিশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ করে সামরিক শাসন বিরোধী গণতান্ত্রিক ও ঐতিহাসিক শিক্ষা আন্দোলন সংগঠিত করে। ১৯৬২ সালেই ছাত্রলীগের অভ্যন্তরে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে স্বাধীনতার নিউক্লিয়াস নামে একটি রাজনৈতিক প্রক্রিয়া গড়ে উঠে। যা নিউক্লিয়াস ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে পরিচিত হয়। ছাত্রলীগ ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করলে জাতীয় রাজনৈতিক অঙ্গনের বিরোধীতা ও দ্যোদূল্যমনতার বিপরীতে স্বাধীনতার নিউক্লিয়াসের তত্ত্বাবধায়নে ৬ দফার পক্ষে ছাত্রলীগ বলিষ্ঠ-আপোসহীন-ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়।

১৯৬৮ সালের ছাত্র গণআন্দোলন এবং অপরাপর গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সাথে নিয়ে ছাত্রসংগ্রাম পরিষদ গঠন করে ছাত্রলীগ। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণঅভ্যূত্থানে অগ্রণী ভূমিকা পালন করে। গণআন্দোলনের চাপে আইয়ুব সামরিক জান্তা পদত্যাগ এবং বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। ছাত্রলীগের পক্ষ থেকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধী দেওয়া হয়। ছাত্রলীগ ১৯৬৯ সালে জয় বাংলা স্লোগানকে জনপ্রিয় ও জাতীয় স্লোগানে পরিণত করে। স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নির্দেশে ১৯৭০ সালেই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভায় শহীদ স্বপন চৌধুরী স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব উত্থাপন করেন। ১৯৭০ সালের নির্বাচনে জয় বাংলা ধ্বনিকে সামনে নিয়ে বাঙালির পক্ষে গণরায় অর্জনে ছাত্রলীগ সুপরিকল্পিতভাবে গ্রামে-গঞ্জে ব্যাপক প্রচারণা চালায়। স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তত্ত্বাবধায়নে ছাত্রলীগ সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য সুস্পষ্ট করতে ১৯৬৯ সালেই ১৫ ফেব্রুয়ারি বাহিনী, সার্জেন্ট জহুর বাহিনী, জয় বাংলা বাহিনী গঠন করে প্রকাশ্যে সামরিক কুচকাওয়াজ শুরু করে। এসকল কুচকাওয়াজে স্বাধীন বাংলাদেশের পতাকা রেজিমেন্টাল পতাকা হিসাবে প্রদর্শণ করা শুরু করে।

১৯৭০ সালের নির্বাচনে বাঙালির পক্ষে ঐতিহাসিক গণরায় অর্জিত হবার পর ছাত্রলীগ ‘বীর বাঙালি অস্ত্র ধরো/বাংলাদেশ স্বাধীন করো’ স্লোগান দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমগ্র বাঙালি জাতিকে জাগিয়ে তুলে। ১৯৭১ সালের ১ মার্চ জেনারেল ইয়াহিয়া পাকিস্তান গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলে স্বাধীনতার নিউক্লিয়াস তথা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তত্ত্বাবধায়নে ছাত্রলীগ ও ডাকসুর সমন্বয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৭২ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা প্রদর্শণ ও উত্তোলন করে। ৩ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সীমানা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পতাকা, ‘আমার সোনার বাংলা’কে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত,সমাজতন্ত্রকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম জাতীয় নীতি ঘোষণা করে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রূপরেখা সম্বলিত ইশতেহার ঘোষণা করে।

৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত জাতির কর্তৃত্বভার গ্রহণ করলে ছাত্রলীগ সারা দেশে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক দায়িত্ব গ্রহণ ও সামরিক প্রস্তুতি জোরদার করে। ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী প্রতিরোধ দিবস ঘোষণা করে পল্টন ময়দানে আনুষ্ঠানিকভাবে সামরিক কায়দায় গান ফায়ার করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে এবং ঢাকার রাজপথে সামরিক কায়দায় কুচকাওয়াজ করে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করে। এ দিন ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকাসহ পূর্ব বাংলার সকল সরকারি-বেসরকারি অফিস আদালতসহ সর্বত্র স্বাধীনতার পতাকা উত্তোলণ করে পাকিস্তান রাষ্ট্রের কবর ও স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের উত্থান অনিবার্য করে তোলে। ২৫ মার্চ পাকহানাদার বাহিনীর ক্র্যাকডাউনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা জনগণ এবং সেনাবাহিনী-ইপিআর-পুলিশের বিদ্রোহী সদস্যদের সংগঠিত করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে।

ছাত্রলীগ গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখে। যার ধারাবাহিকতায় স্বৈরাচার সরকারের পতন হয় এবং গণতান্ত্রিক সরকারের উত্থান হয়। ১/১১’র সময় শেখ হাসিনাসহ ছাত্র-শিক্ষক সবার মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ গণআন্দোলন গড়ে তুলে। যার ধারবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজবন্দি মুক্তি পেয়ে ২০০৮ সালে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের শুরু হয়।

এদিকে ছাত্রলীগের সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজের পক্ষ থেকে দেশমাতৃকার প্রয়োজনে অতীতের ন্যায় আগামীতেও বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তি, মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে, পেট্রোল বোমা ও অগ্নি সন্ত্রাস রুখে দিতে, রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমাল রক্ষার্থে, শিক্ষার্থীদের নির্বিঘ্ন শিক্ষাজীবন ও নিরাপদ ক্যাম্পাস বজায় রাখতে জীবন উৎসর্গ করতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।

বছরব্যাপী কর্মসূচি ছাত্রলীগের

বছরব্যাপী কর্মসূচির মধ্যে দেশের ওয়ার্ড পর্যায়ে অনাবাদী জমিতে শাক-সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগ গ্রহণ। প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাদের সাথে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ' শীর্ষক মতবিনিময়। কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন, পুনর্মিলনী। ‘বাংলাদেশ ছাত্রলীগ: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর' শীর্ষক স্মারক গ্রন্থ প্রকাশ। ‘স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট’ আয়োজন। সব সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা' শীর্ষক প্রতিযোগিতা ও জাতীয়ভাবে ‘স্মার্ট ইউথ ক্যাম্প’ আয়োজন। শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে ‘শর্ট ফিল্ম কম্পিটিশন’ আয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজ আয়োজন। নারী শিক্ষার্থীদের নিয়ে 'নারীর ক্ষমতায়ন ও শেখ হাসিনা' শীর্ষক বক্তব্য প্রতিযোগিতা।‘সজীব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট’ আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ' ও 'স্মার্ট ক্যাম্পাস' এর উপর আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স ‘স্মার্ট বাংলাদেশ’ অলিম্পিয়াড। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সাথে চা-চক্র আয়োজন। ‘স্মার্ট বাংলাদেশ: আওয়ার কান্ট্রি, আওয়ার ড্রিম’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে এক চাঞ্চল্যকর ঘটনায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে সাত দিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়।

অভিযোগ, মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ২৩ জন যুবক ওই তরুণীকে ধর্ষণ করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে, এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

নির্যাতিতা তরুণী একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন এবং নিয়মিত দৌড়ের অনুশীলনের জন্য বারাণসীর ইউপি কলেজে যেতেন। পুলিশের তদন্তে জানা গেছে, গত ২৯ মার্চ তিনি এক বন্ধুর সঙ্গে পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন। তরুণীর অভিযোগ, কথোপকথনের সময় একজন যুবক তাঁর পানীয়তে গোপনে মাদক মিশিয়ে দেয়। মাদকের প্রভাবে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্তরা তাঁকে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সাত দিন ধরে একের পর এক ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কয়েকজন তরুণীর পূর্বপরিচিত ছিলেন, যার মধ্যে তাঁর সামাজিক মাধ্যমের বন্ধু এবং সহপাঠীরাও রয়েছেন।

ঘটনার পর থেকে তরুণী নিখোঁজ ছিলেন। ৪ এপ্রিল তাঁর খোঁজ মেলে, এবং ৬ এপ্রিল তাঁর পরিবার থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, হুক্কা বারের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই ঘটনা বারাণসীসহ গোটা উত্তরপ্রদেশে ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। নির্যাতিতার পরিবার ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অব্যাহত রয়েছে, এবং এই মামলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে বরুণা এলাকার ডিসিপি চন্দ্রকান্ত মীনা বলেন, ‘‘তরুণী প্রথমে স্বেচ্ছায় তাঁর বন্ধুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরাই তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ৪ এপ্রিল তাঁকে খুঁজে পাওয়া যায়। এর পর ৬ এপ্রিল লালপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা।’’ অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি চলছে।

Header Ad
Header Ad

বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় হাসান আলী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাঈম হোসেন নামে আরও এক যুবক।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পল্লবী (দোয়েল মোড়) এলাকায়।

নিহত হাসান আলী পৌর শহরের থানাপাড়া (লিচু বাগান) এলাকার বাসিন্দা মিলন হোসেনের ছেলে। সে এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় অংশ নিচ্ছিল বলে জানিয়েছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে হাসান আলী ও তার বন্ধু নাঈম শহরে ঘুরতে বের হয়। তারা যখন পল্লবী মোড় এলাকায় পৌঁছায়, ঠিক তখন গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হাসান আলী রাস্তায় ছিটকে পড়ে এবং পিকআপের চাকায় পিষ্ট হয়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

আহত নাঈম হোসেন পৌর শহরের একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ শিক্ষার্থী হাসানের অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠু। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে সক্রিয় যুবলীগ কর্মী হাফিজুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকালে মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় ওই যুবলীগ কর্মীকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী
৩ মে ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
আজ স্বামীর প্রশংসা করার দিন
ইসরায়েলি অভিনেত্রী থাকায় নিষিদ্ধ হলো সিনেমা
রাজধানীর ডেমরা ও মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি
যশোরের শার্শায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক
জুলাই-আগস্ট গণহত্যা: ট্রাইব্যুনালে সালমান, আনিসুল, দীপু মনি, পলকসহ ১৯ জন
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আইন উপদেষ্টা
হাতিরঝিলে যুবদল নেতার ওপর হামলা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে
আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
বিয়ের আসরে কনের বেশে শাশুড়ি, থানায় হাজির বর