আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (২৪ ডিসেম্বর)। গত দুইবারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো রদবদল হয়নি এবারও। তবে উন্নতি হয়েছে ড. হাছান মাহমুদের অবস্থানের।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিদায়ী কমিটির চারজনই বহাল রয়েছেন। তবে এবার এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. হাছান মাহমুদ। বিদায়ী কমিটিতে এক নম্বর সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব-উল আলম হানিফ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দলীয় সভাপতি শেখ হাসিনা এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হাছান মাহমুদের নাম ঘোষণা করেন। এরপর দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং চার নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. দীপু মনির নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগের ওয়েবসাইটেও নতুন কমিটির তথ্য আপলোড করা হয়। তাতেও যুগ্ম সাধারণ সম্পাদকের নামের ক্রমিক সভাপতির ঘোষণা অনুযায়ী দেওয়া হয়েছে। এক্ষেত্রে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. হাছান মাহমুদকে উল্লেখ করা হয়েছে। যদিও প্রথম আপলোড করা কমিটিতে আগের কমিটির অবস্থান অনুযায়ী নাম ছিল। এতে খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে তার অবসান ঘটে।
এ ছাড়া রবিবার ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এসএন