জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে: শেখ সেলিম
কিছু ‘জ্ঞানপাপী বুদ্ধিজীবী’র জন্য বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ সেলিম বলেন, অনেক তথাকথিত বুদ্ধিজীবীরা বলেন ভাষা আন্দোলনে আবার শেখ মুজিবের কী অবদান। অথচ তিনিই প্রথমভাষা আন্দোলনে গ্রেপ্তার হওয়া ব্যক্তি। তিনিই প্রথম ব্যক্তি ভাষা আন্দোলনের জন্য আমরণ অনশন করেছিলেন। এসব জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য বাংলাদেশের অগ্রযাত্রা অনেক ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্কুল জীবন থেকেই কোনো অন্যায় মেনে নেননি। স্কুলের সহপাঠী মালেককে হিন্দু মহাসভার সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে নিয়ে মারধর করা হয়। তাকে সেখান থেকে বঙ্গবন্ধু ছিনিয়ে আনেন। সুরেন ব্যানার্জির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে মিথ্যা মামলা দেওয়া হয় এবং সাত দিন জেল খাটেন। এটি ছিল বঙ্গবন্ধুর জীবনের প্রথম কারাগার। পাকিস্তানে ২৩ বছরের শাসন আমলে ১৩ বছর তিনি কারাগারে ছিলেন।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, সৃষ্টিশীলতার প্রতিফলন ছিল অনেক বেশি। তার কোনো লোভ লালসা ছিল না। তিনি কখনো হঠকারী রাজনীতি করতেন না। সময়ের আগে অবস্থা বুঝে রাজনৈতিক কর্মসূচি দিতেন।
এসএন