আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সাড়ে তিন বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এ সম্মেলন। এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, সকালেই নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন নেতা-কর্মীরা।
শুধু রাজধানী ঢাকা কিংবা এর আশপাশ এলাকা নয়, দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা এসেছেন। প্রবেশে সীমাবদ্ধতা থাকায় অনেক নেতা-কর্মীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
রংবেরঙের পোশাক, কেউবা মাথায় টুপি, কেউবা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা সম্বলিত ব্যাচ ধারণ করেছেন। এসময় থেমে থেমে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রয়েছে। এরমধ্যে শিখা চিরন্তনের দিকে গেট দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ভিআইপি অতিথিরা প্রবেশ করেছেন। বাকি ৪টি গেট দিয়ে কাউন্সিলরদের প্রবেশ করতে দেখা গেছে।
যেকোনো পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। উদ্যানের গেটগুলোতে হিউম্যান স্ক্যানার বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাবলয় পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে সম্মেলনস্থলে।
এর আগে সকাল ১০টা ৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সম্মেলনস্থলে প্রবেশের পর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সময় প্রতিটি জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন রাজধানীর রোজ গার্ডেনে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম। ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৭৩ বছর। এ পর্যন্ত দলটির ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর দলটির ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এসএন