আওয়ামী লীগের সম্মেলনে শরিক দলসহ রাজনৈতিক নেতারা
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন দলটির শরিক রাজনৈতিক দলগুলোসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে দলের কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসেন। তারপর আধঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শোকপ্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর অবয়বের উপরে নৌকার আদলে বানানো হয়েছে মূল মঞ্চ। রয়েছে কঠোর নিরাপত্তা। কাউন্সিলে প্রবেশের ৫টি ফটক।
সম্মেলনে উপস্থিত রয়েছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি শেখ মুজিবুল বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (এরশাদ) মহাসচিব মজিবুল হক চুন্নু, ডাকসুর সাবেক ডিপি সুলতান মোহাম্মদ মনসুর।
তবে আমন্ত্রণ জানানো হলেও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আসেননি।
এসএন