দেশে গণতন্ত্র চর্চা করে একমাত্র আওয়ামী লীগ: কাদের
দেশে গণতন্ত্র একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ চর্চা করে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের বৃহৎ ও পুরাতন রাজনৈতিক দলের দুই মেয়াদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল চালানোর জন্য তিনি পারফেক্ট লিডার নন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কাদের বলেন, ‘আই এম নট এ পারফেক্ট লিডার। তবে এ সময়ে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতুর বাস্তবায়ন।’
বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে কাদের বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ব্যর্থ হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, পরবর্তী নির্বাচনেও জণগনের ম্যানডেট নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।
এদিকে দলটির জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এ সম্মেলনে উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যসহ মোট ১২০ জন মঞ্চে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সফিউল আলম চৌধুরী নাদেল।
আরএ/