সোহরাওয়ার্দীতে জনসাধারণকে ঢুকতে দেওয়া হচ্ছে না
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের আর বাকি দুই দিন। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে উদ্যানের সব প্রবেশ মুখে পুলিশ অবস্থান নিয়েছে। জনসাধারণকে উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সাংবাদিক কিংবা দলীয় পরিচয় ব্যবহার করেও প্রবেশ করতে না পেরে অনেকেই ঘুরে যাচ্ছেন। তবে রমনাপার্কসংলগ্ন ভিআইপি প্রবেশমুখ দিয়ে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে পারছেন। সেইদিকেও রয়েছে ধরা-বাঁধা নিয়ম। অনেককেই জেরার মুখে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘুরে এমন চিত্রই দেখা মেলে। এ ব্যাপারে একাধিক দায়িত্বরত পুলিশ সদস্যের কথা ঢাকা প্রকাশের। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, উপরের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা নিশ্চিতে উদ্যানের বিভিন্ন প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীরা অবস্থান নিয়েছে।
এদিকে দুপুরের দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, স্মরণকালে সর্ববৃহৎ সম্মেলন হবে এবারের আওয়ামী লীগের ২২তম সম্মেলন। সারাদেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে। ইতোমধ্যে নেতা-কর্মীরা ঢাকা আসতে শুরু করেছেন।
জানা গেছে, এবারের জাতীয় সম্মেলন সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সফল করতে ১১টি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন রাজধানীর রোজ গার্ডেনে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম। ঐতিহ্যবাহী দলটির বয়স ৭৩ বছর। এ পর্যন্ত দলটির ২১টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর দলটির ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এসএন