‘সম্মেলনে নিবন্ধিত সকল রাজনৈতিক দল আমন্ত্রণ পাবে’
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেশের সকল নিবন্ধিত দল আমন্ত্রণ পাবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নিয়ে আপনি এত ইন্টারেস্টেড (আগ্রহী) কেন? এটি আমাদের দলের ব্যাপার, আমাদের উপর ছেড়ে দিন। সকল নিবন্ধিত দলকেই আমরা দওয়াত দিব।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এবারের সম্মেলন হবে ঐতিহাসিক সম্মেলন, সারা দেশে জাগরণের ঢেউ আছে। সম্মেলনে নেতা-কর্মীদের ঢল নামবে। ইতোমধ্যে নেতা-কর্মীরা ঢাকা আসতে শুরু করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশকিছু নির্দেশনা থাকবে। স্মরণকালে সর্ববৃহৎ সম্মেলন হবে এবারের আওয়ামী লীগের ২২তম সম্মেলনে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।’
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
এজেড/এমএমএ/