সোনালি ইতিহাসে ফিরে যাওয়ার প্রত্যয় ছাত্রলীগের
বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতীতের সোনালি ইতিহাসে ফিরে যাবে এবং দায়িত্ব বিকেন্দ্রীকরণের জন্য কাজ করে যাবে— এমন আশা ব্যক্ত করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার উপযোগী দক্ষ মানুষ আমরা হতে চাই। ছাত্রলীগে অংশীদারিত্বমূলক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটিই আমরা চাই। কেন্দ্রীয় নির্বাহী সংসদকে কার্যকর করার বিষয়টি নিয়ে আমরা কাজ করব। দায়িত্বকে যদি আমরা আরও বেশি বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে সংগঠন আরও বেশি গতিশীল হবে বলে আমরা মনে করি। সাংগঠনিক জবাবদিহিতা থাকবে, কেন্দ্র এবং তৃণমূলের কর্মীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে।
তিনি আরও বলেন, একটা সাংগঠনিক ইউনিটে সম্মেলন হলে মাঠ পর্যায়ের বাস্তবতা বুঝতে পারি। কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা কেমন, সাংগঠনিক দক্ষতা কেমন, স্থানীয় নেতাদের মতামত, কারো অভিযোগ আছে কি না তা যাচাইয়ের সুযোগ থাকবে।
ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আন্তরিক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয় সেটিই আমাদের প্রত্যাশা।
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সাম্প্রতিক অতীতে করোনার কারণে ছাত্রলীগের কিছু ‘প্রেস কমিটি’ হয়েছে। সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতির স্বীকার হয়ে এমনটি করতে বাধ্য হয়েছেন। এখন এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রীর নির্দেশনায় অতীতের সোনালি ইতিহাসে ফিরে যাবে। আমরা যতদিন দায়িত্বে আছি, সারা বাংলাদেশে সম্মেলনের উৎসব হবে, আমরা নিয়মিত সম্মেলনের নিশ্চয়তা দিচ্ছি।
ছাত্রলীগের আর্থিক বিষয়াদি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছাত্রলীগ করি। আমাদের অর্থনৈতিক তেমন বিষয় নেই, যেটুকু আছে তা আমাদের সদস্যদের নিয়মিত চাঁদা থেকে হয়ে যায়। ছাত্রলীগের পঞ্চাশ লাখ কর্মী মাসে দশ টাকা করে সাংগঠনিক চাঁদা দেয় বলে দাবি করেন তিনি।
ছাত্রলীগ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটালে ব্যবস্থা
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ছাত্রলীগের কর্মীরা বিঘ্ন ঘটাবে না বলে প্রত্যয় নব্য এ শীর্ষ দুই নেতার।
সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ঢাবি সাংবাদিক সমিতি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে যুগোপযোগী ও সাহসী ভূমিকা পালন করে, সাংবাদিক সমিতি ইতিবাচক চিন্তা, গণতান্ত্রিক মনোভাব এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। আমরা দায়িত্ব পালনকালে সাংবাদিক সমিতির সর্বোচ্চ সহযোগিতা পাব বলে আশা রাখছি।
সাধারণ সম্পাদক শেখ ইনান বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের পেশাদার কাজে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চয়তা দিতে পারি। ছাত্রলীগের কোনো কর্মী যদি সাংবাদিকদের পেশাদার দায়িত্ব পালনকালে কোনো ধরনের বিঘ্ন ঘটায় তাহলে আমরা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেব। গঠনমূলক নেতিবাচক সংবাদের পাশাপাশি সাংগঠনিক ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য সমিতির সদস্যদের অনুরোধ জানান শেখ ইনান।
কে এই ছাত্রলীগের সাদ্দাম-ইনান
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া সাদ্দাম হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলায়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হন। সেখানে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত সাদ্দাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
এর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ডাকসুতে এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন এ বাকপটু শিক্ষার্থী বান্ধব নেতা। এর আগে তিনি স্যার এ এফ রহমান হলের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়া শেখ ওয়ালী আসিফ ইনানের বাড়ি বরিশাল সদর উপজেলায়। বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী।
শেখ ওয়ালী আসিফ ইনান ছাত্রলীগের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে তিনি বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে সাড়ে ১০টায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরএ/