খেলা হবে স্লোগান আমি দেবই: ওবায়দুল কাদের
খেলা হবে স্লোগান আমি দেবই তাতে কে কী বলল এসবে আমার কিছু যায় আসে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১০ ডিসেম্বর) বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সাভারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে 'খেলা হবে' স্লোগান নিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমি নাম বলব না, কেউ একজন বলেছে এটা (খেলা হবে স্লোগান) নাকি আমার মুখে মানায় না। খেলা হবে স্লোগান নাকি মার্জিত নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি একটাই স্লোগান দিয়েছে, খেলা হবে।
তিনি আরও বলেন, জনগণ যেটা চায় সেই স্লোগান আমি দেবই। তাতে কে কী বলল এসবে আমার কিছু যায় আসে না। তখন জনসভায় উপস্থিত নেতা-কর্মীরা সবাই খেলা হবে স্লোগান দেন। খেলা হবে স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসভাস্থল।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধাকে 'ভুল' আখ্যায়িত করে তিনি বলেন, 'জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে'। সাড়ে ৩০০ আসনের বিপরীতে ৬/৭ টি আসনের কারণে সংসদ অচল হবে না। সমাবেশের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এ টাকা কোন ব্যবসায়ী কোন শিল্পপতি দিচ্ছে তা আমরা সব জানি, সময় মত তা প্রকাশ করা হবে।
বিজয়ের মাসের স্বাধীনতা বিরোধীরা কোনভাবেই জয়ী হতে পারে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের পৃষ্ঠপোষক বিএনপির আন্দোলনকেও পরাজিত করা হবে। বিএনপি চেয়ারপারসন ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তার ছেলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে লুটপাটের রাজত্ব শুরু করেছিল।
সাভার, আশুলিয়া ও ধামরাই আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও স্থানীয় নেতা-কর্মীরা।
এসজি/এএজেড