রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের সতর্ক অবস্থান
রাজধানী জুড়ে সক্রিয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকারি দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্ত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন সরকারি দলের নেতা-কর্মীরা।
শহর জুড়ে বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিলও করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। একইসঙ্গে প্রায় সব মোড়ে মোড়েই বাড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। কোথাও আবার দেশাত্ববোধক গান বাজছে।
বিএনপির পূর্বঘোষিত সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজধানী ঢাকা। সমাবেশের স্থান নিয়ে বিএনপি ও সরকারের মধ্যে তুমুল বাকবিতণ্ডা এবং নয়াপল্টনে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিএনপি নেতাদের সঙ্গে মহানগর পুলিশের সমঝোতায় রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, বিএনপির এই ঢাকা সমাবেশকে ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়ামী লগের নেতা-কর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে তারা।
রাজধানীর মোহাম্মদপুর, ঢাকা উদ্যান চৌরাস্তা, চন্দ্রিমা উদ্যামের প্রবেশ মুখ, বসিলা তিন রাস্তার মোড়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ আড়ং, ধানমন্ডি ২৭ নম্বর মোড, কলাবাগান মোড়, ধানমন্ডি ৩২ নম্বর, ফার্মগেট, গ্রিন রোড মোড়, পান্থ পথ মোড়, বাংলামটর, শাহবাগ এবং মগবাজার মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বসে আছেন।
কোথাও কোথাও খণ্ড খণ্ড মিছিল করছেন সরকারি দলের সদস্যরা। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বেশ কয়েকটি খণ্ড মিছিল দেখা গেছে। এসব মিছিল থেকে নেতা-কর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
এনএইচবি/এমএমএ/