লাশ ফেলার দুরভিসন্ধি বিএনপি কার্যকর করেছে: কাদের
গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি লাশ ফেলার দুরভিসন্ধি গতকাল বুধবার কার্যকর করেছে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘গণসমাবেশকে কেন্দ্র করে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে। তারা লাশ ফেলার দুরভিসন্ধি বুধবার কার্যকর করেছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে আগুন-সন্ত্রাস শুরু করে দিয়েছে। তারা বিআরটিসির বাস পুড়িয়েছে। পুলিশের ওপর হামলা করেছে। বিএনপির এসব কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ আতঙ্কে আছে।
তিনি বলেন, ‘আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আওয়ামী লীগ আক্রমণ করবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা বন্ধ করে জনদুভোগ করে সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগও রাস্তা বন্ধ করে কোনো সমাবেশ করবে না।’
তিনি বলেন, ‘বিদেশিরা আমাদের বন্ধু, উদ্বেগ প্রকাশ করছেন একতরফাভাবে। এটা উচিত নয়। এটা কূটনীতিক সৌজন্যতা নয়। পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা আমরা দেখেছি। আমরা ৬ জানুয়ারিও দেখেছি। কি তাণ্ডব। তখন একপক্ষকে নির্বাচনে বলা হয়েছে নির্বাচন চুরি হয়ে গেছে। নির্বাচনে পরাজয় মানেনি। এটাই কি গণতন্ত্রের আদর্শ-এসব কথা বলে লাভ নেই। আমরা আপনাদের বন্ধু থাকতে চাই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমাবেশ যদি পাবলিক জনপ্রিয়তার মাপকাঠি হয় তাহলে যশোর, চট্টগ্রাম, কক্সবাজারে কি দেখতে পাচ্ছেন না? জনগণ কী চায়। সরকারের জনপ্রিয়তা যাদের ভয়ের কারণ, নির্বাচনে পরাজয়ের ভয়ে এখন নাশকতার উসকানি দিচ্ছে।
এনএইচবি/এমএমএ/