প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে নেতা-কর্মীদের ঢল
টানা সাড়ে ৫ বছরের বেশি সময় পর বুধবার (৭ ডিসেম্বর) এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ সফরকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন করবেন তিনি। এ ছাড়াও কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। এদিকে জনসভাকে সফল করতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
খবরে জানা গেছে, দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় তাদের স্লোগানে মুখর হয়ে উঠে রাজপথ। এ ছাড়াও নিজেদের পরিচয় জানান দিতে একেক নেতার অনুসারীরা পরিধান করছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি।
আরও জানা গেছে, সকাল ১০টার দিকে নৌশক্তি প্রদর্শন মহড়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ৩ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হাজি আজিজুর রহমান বলেন, আজ কক্সবাজার সুইজারল্যান্ডে পরিণত হয়েছে। উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে ভোর থেকেই কর্মী নিয়ে জনসভায় এসেছি।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, ভোর ৫টা থেকে দূরের উপজেলার কর্মীরা কক্সবাজারের জনসভার উদ্দেশে রওনা দিয়েছেন। আমরা ৫০ হাজারের অধিক কর্মী নিয়ে জনসভায় যোগ দেব।
এসআইএইচ