ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
ছাত্রলীগের সম্মেলনে যোগ দিতে এদিন বেলা ১১টা ২০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীকে দেখে এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।
প্রধানমন্ত্রী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। সম্মেলনস্থলে বসে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা প্রদর্শন করেন।
উল্লেখ্য, ছাত্রলীগের সর্বশেষ ২৯তম সম্মেলন হয় ২০১৮ সালের ১১ এবং ১২ মে। তখন রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে নানা অভিযোগ উঠলে পদ থেকে সরিয়ে এরপর ২০১৯ সালে পদাধিকারবলে ভারপ্রাপ্ত সভাপতি হন ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হন ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। কয়েক মাস দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রী তাদের ভারমুক্ত করে দেন।
আরএ/