চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মাধ্যমে জনসভা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।
গানের অনুষ্ঠানের পর জনসভার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বেলা ৩টার দিকে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২-এ যোগ দেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নামবেন তিনি। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন।
প্রায় ১১ বছর পর আজ চট্টগ্রাম নগরে দলীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করছেন নেতারা।
জনসভা উপলক্ষে সকাল ৯টা থেকেই নেতা-কর্মীরা দলে দলে পলোগ্রাউন্ডে আসছেন। তাঁরা নানা স্লোগান দিয়ে জনসভার মাঠে প্রবেশ করছেন।
চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার স্থলকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীসহ নেতারা ইতোমধ্যে জনসভার মাঠ পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছেন।
আরএ/