ক্ষমতায় না থাকলেও বিএনপির টাকার অভাব নেই: ওবায়দুল
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় টাকা? বস্তায় বস্তায় টাকা আসে দুবাই থেকে। হায়রে টাকা! ক্ষমতায় না থাকলেও টাকার অভাব নেই। তারা বলেন-ক্ষমতাসীনরা টাকা পাচার করেন। ধরে খেয়েছে কে? তারেক আর তার ভাই; নাম নিতে চাই না। তারেক রহমানের টাকা সিঙ্গাপুর, আমেরিকায় ধরা পড়েছে। টাকা পাচারের বিরুদ্ধে খেলা হবে।’
শুক্রবার (২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, কোথায় টাকা পাচার করা হয়েছে, সেই খবর নেওয়া হচ্ছে। এখনও যদি কেউ করে থাকে সেই খোঁজ নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। অর্থ পাচারকারীদের কোনও ক্ষমা নেই, এটা শেখ হাসিনার বার্তা।
এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আরো অনেকে।
এসআইএইচ