৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
গত ২০ নভেম্বর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে ৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩ ডিসেম্বর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল, যদিও পরে তা বাতিল করা হয়। সেই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। সেজন্য ৩ ডিসেম্বর হতে যাওয়া ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়।
উল্লেখ্য, ছাত্রলীগের সর্বশেষ কেন্দ্রীয় সম্মেলন হয় ২০১৮ সালের ১১ মে। ওই সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নেতৃত্বে আসেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রব্বানী। হিসাব অনুযায়ী ২০২০ সালের ১০ মে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এক বছর পর শোভন-রব্বানীকে সরিয়ে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
পরে জ্যেষ্ঠতার ভিত্তিতে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি তাদের ভারমুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি। এরপর থেকে ছাত্রলীগের নেতৃত্বে আছেন তারা।
এসআইএইচ