ই-সিগারেট সবচেয়ে ক্ষতিকর: হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শুধু তামাক এবং তামাকজাত দ্রব্য নয়, বর্তমানে ই-সিগারেট একটি ভয়াবহ ফ্যাশনে পরিণত হয়েছে। যা দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যমের সঙ্গে 'অভিজ্ঞতা বিনিময়' অনুষ্ঠানে এ কথা বলেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, দেশে আইন প্রণয়নের মাধ্যমে অতি সত্বর এই নতুন ধারার মাদক ই-সিগারেট আমদানি-বিপণন বন্ধ করা ভীষণ জরুরি। আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজর দিতে হবে।
তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই যুব সমাজ এসব সুযোগ সুবিধা ভোগ করছে। প্রথমত এসব অনলাইন ব্যবসায়ীদের কে চিহ্নিত করে সর্তক করা উচিত। অন্যথায় আইনানুসারে ব্যবস্থা নিতে হবে।
হাছান মাহমুদ বলেন, ইদানীং রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ অনেক বড় শহরে সীসা বার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী প্রজন্মের সুস্থ-সুন্দর বিকাশে অচিরেই এসব সীসা বার বন্ধের বিষয়ে জোরদার ভুমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, এনবিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে এ তথ্য প্রদানে গগণমাধ্যমের জোরালো ভূমিকা পালন করতে হবে। ই-সিগারেট, সিসাসহ অন্যান্য মাদকের নানা ক্ষতিকর বিষয়সমুহ জনসম্মুখে আনার অগ্রণী দায়িত্ব হচ্ছে গণমাধ্যমের।
এমন সেমিনার আয়োজনের জন্য উন্নয়ন সমন্বয় এর কর্ণধার এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ড. আতিউর রহমানকে ধন্যবাদ জানিয়ে এসব কর্মসূচির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে সম্পৃক্ত করার কথাও বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, তামাক, তামাকজাত দ্রব্য কিংবা ই-সিগারেট এই সকল বিষয়গুলির সঙ্গে জনজীবনের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা খুবই জরুরি।
এনএইচবি/এমএমএ/