‘১০ ডিসেম্বর পাকিস্তানপন্থী বিএনপিকে মানুষ আত্মসমর্পণ করাবে’
আগামী ১০ ডিসেম্বর পাকিস্তানপন্থী বিএনপিদের মানুষ আত্মসমর্পণ করাবে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) নাকি ১০ ডিসেম্বর এসে ঢাকা দখল করবে। আপনারা জানেন ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানিরা সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল। বিএনপি ১০ ডিসেম্বরে যখন ঢাকা শহরে আসবে, এই পাকিস্তানপন্থী বিএনপিদের মানুষ আত্মসমর্পণ করাবে।’
সোমবার (২১ নভেম্বর) ফখরুল-তারেক গংদের দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে এ কথা বলেন হাসান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, তারা সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে এসে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, সেটি বাংলাদেশের মানুষ ঢাকা শহরে হতে দিবে না।
বিএনপি মহাসচিবের দেওয়া এক বক্তব্য তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি ঠাকুরগাঁও গিয়ে মির্জা ফখরুল বলেছেন পাকিস্তান ভালো ছিল। একাত্তরে দেশ যে স্বাধীন হয়েছে সেটি তাদের পছন্দ হয়নি। এজন্য আরেকটি যুদ্ধ করে তিনি দেশকে পাকিস্তান বানাতে চান।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে, তারা নাকি আরেকটি বিদ্রোহ করবেন। এবং যুদ্ধ করে দেশকে আবার স্বাধীন করবেন। অর্থাৎ ৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ যে স্বাধীন হলো, সেটি তাদের পছন্দ হয় নাই। সেজন্য আবার একটি যুদ্ধ করে তারা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যে মানবন্ধন-সমাবেশ করেছে, আমি মনে করি এটি একটি যথার্থ আয়োজন।’
সমাবেশে দৈনিক ভোরের আকাশের সম্পাদক ও একাত্তরের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ না হলে, বাংলাদেশ স্বাধীন হতো না। যারা ঘোলা জলে মাছ শিকার করতে চায়, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’
এ সময় অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরী, চিত্রনায়ক শাকিল খান, অভিনেত্রী অরূনা বিশ্বাস, সংগীত শিল্পী রফিকুল আলম, তারিন জাহান, তানভীন সুইটিসহ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
এমএমএ/