বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টাকা উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে। মির্জা ফখরুল টাকার বস্তার উপরে বসে আছেন, সমাবেশে টাকা দিতে দিতে খালি, এখন গলার জোরটা একটু কমে গেছে। এখন তিনি ডিফেন্সিভ মুডে আছেন, আক্রমণাত্মক গলার সুর নাই। বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনী খেলা হবে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সার্কিট হাউস ময়দানে বরগুনা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলে আমরা নাকি কাপুরুষ। সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়েছি। কাপুরুষ কী আমরা নাকি বিএনপি? হাওয়া ভবনের যুবরাজ বসে আছে টেম্পস নদীর পাড়ে, আর বস্তায় বস্তায় দুবাই থেকে টাকা পাঠাচ্ছে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা তৈরি থাকবেন, প্রস্তত থাকবেন। গোটা ডিসেম্বরে, পুরো বিজয়ের মাস আপনাদের মাঠে থাকতে হবে। আপনারা প্রস্তত থাকবেন। হাওয়া ভবনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে আন্দোলনী খেলা হবে।
জেলা আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকে বরগুনা জেলা আওয়ামী লীগের একটি অংশ ঘোষণা করব। পরে পূর্ণাঙ্গা কমিটি কেন্দ্রে জমা দিবেন। সবাই এক হয়ে কাজ করব। তবে দলে দুর্নীতিবাজ, মাদকসেবীদের আশ্রয় দেবেন না।
এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। বেলা ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যবিনর্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু, মো. আনিসুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দীন নাসিম, জ্যেষ্ঠ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।
এসজি