দেশে আছে শুধু জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চারিদিকে শুধু নাই নাই আর নাই, আছে শুধু আওয়ামী লীগ। তাও আছে কোনটা? জনসমর্থনহীন-জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ।
শনিবার (১২ নভেম্বর) বিকালে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশনে বিএনপির গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এর আগে বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়। গণসমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ূম। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের এক নেতা আছে যিনি বলেছেন, বিএনপি দেশের মানুষের বোঝা হয়ে পড়েছে। কিন্তু কথা হচ্ছে বিএনপি এই দেশে জনগণের বোঝা হয় নাই, হয়েছেন আপনারা। সিন্দাবাদের বুড়ার মতো বসে আছেন। আমরা যখন পদত্যাগের দাবি করছি তখন তারা গলা চেপে বসতে চায়। গলা চেপে ধরার দিন শেষ, খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ।
তিনি বলেন, কয়েকদিন আগে অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন দেশে নাকি ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। আমি প্রতিবাদ করেছি, এখন আবার দেখতে পেলাম দেশে নাকি দুর্ভিক্ষ হবে না। আমরাও বলছি দেশে দুর্ভিক্ষ হবে না। দেশে কোনো কিছুর অভাব নেই। আপনারা লুটপাট ও চুরি করে বিদেশে যে টাকা পাচার করেছেন তা ফিরিয়ে দেশে নিয়ে আসেন। আর যদি দেশে দুর্ভিক্ষ হয় সেটা হবে রাজনৈতিক কারণে।
বিগত ১৫ বছর ধরে যারা নতুন ভোটার হচ্ছেন তাদের কেউ ভোট দিতে পেরেছেন কি প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, যদি এই সরকারকে হটানো না যায় তখন কেউ ভোট দিতে পারবেন না। এই সরকার দিনের ভোট রাতে দিয়ে দেয়। তাই আসুন ভোটের অধিকার, গণতন্ত্র রক্ষায় আমরা লড়াই করব, যুদ্ধ করব, তবুও অধিকার আদায় করব।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, গণসমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন বন্ধ করে দিয়েছে, তাতে করে কোনো লাভ হয়েছে কি? পত্রিকায় এসেছে এভাবে চলতে থাকলে সরকারের সমর্থন কমে যাবে। আমি বলতে চাই, আরে ভাই সরকারের জনসমর্থন কমার কিছু নাই। কারণ এদের তো জনসমর্থনই নাই। যদি থেকে থাকে তাহলে আসেন ভোট যুদ্ধে, অধিকার রক্ষায় শান্তির যুদ্ধ করি।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণসমাবেশকে ঘিরে ফরিদপুরে আজ দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বন্ধই রাইখেন, আমাদের অসুবিধা হবে না। নেতা-কর্মীদের মাঠে ঘুমানো বোঝায় দেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। আপনাদের ভালোবাসার প্রমাণ নিয়ে গেলাম, সুযোগ পেলে খালেদা জিয়া ও তারেক রহমানকে জানাব আপনাদের ভালোবাসার কথা।
প্রসঙ্গত, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি।
এমএইচ/এসজি