এইট পাস দিয়ে দেশের উন্নয়ন হয় না: প্রধানমন্ত্রী
বিএনপি নেতাদের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এইট পাস দিয়ে, মেট্রিক ফেল দিয়ে দেশ চললে উন্নয়ন হয় না। আমরা ক্ষমতায় আসার আগে সরকারে ছিল বিএনপি। ২ দশমিক ৬ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল বিএনপির সময়। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত নিয়েছিলাম।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যাদের নেতা বিভিন্ন মামলার আসামি তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা শোভা পায় না। তারা নাকি উন্নয়ন চোখে দেখে না। এখন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয় তাহলে তো কিছু করার নাই। তার উন্নয়ন দেখে না অথচ ঠিকই ব্যবহার করছে। ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে তারা।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ দাবায়ে রাখতে পারবে না। যুব সমাজকে জাতির পিতার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে হবে।
এর আগে বেলা ২টা ৩৫ মিনিটে মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী যুব সমাবেশের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবুতর উড়িয়ে যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।
এসজি