'বাংলাদেশ এখন নেক্সট এশিয়ান টাইগার'
'ব্রিডিং গ্রাউন্ড অব টেরোরিজম' থেকে উঠে এসে বাংলাদেশ এখন 'নেক্সট এশিয়ান টাইগার' বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালে বিএনপি যে বাংলাদেশকে রেখে গিয়েছিল সেই বাংলাদেশকে বলা হত দ্য ব্রিডিং গ্রাউন্ড অব টেররিজম। আর এখন বাংলাদেশকে বলা হয় 'দ্য নেক্সট এশিয়ান টাইগার'। বাংলাদেশের এখন মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলারেরও বেশি।
এসময় পরশ বলেন, উন্নয়ন কখনো কোনো দুর্ঘটনা নয়, উন্নয়ন হল লক্ষ্য ও নেতৃত্বের ফলাফল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উন্নয়ন দিতে পেরেছেন তার লক্ষ্য, দেশপ্রেম এবং দূরদর্শীসম্পন্ন নেতৃত্বের জন্য। বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করতে পরবেন বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রীকে বিশ্বের সেরা ক্রাইসিস ম্যানেজার বলে অভিহিত করেন শেখ পরশ।
দলীয় নেতাকর্মীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলস কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
যুবলীগ সভাপতি ফজলে শামস পরশের সভাপতিত্বে যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য নুরুল মুজাহিদ হুমায়ুন, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।
এএজেড