যুব মহাসমাবেশের মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত মহাসমাবেশের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী যুব সমাবেশের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবুতর উড়িয়ে যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন।
যুব মহাসমাবেশের সভাপতিত্ব করছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এ দিকে যুব মহাসমাবেশে যোগ দিতে সকাল ৯ থেকে ঢাকাসহ সারাদেশ থেকে আগত নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। মূল মঞ্চের বাইরে পুরো উদ্যান মুখর স্লোগানে স্লোগানে। শুধু যুবলীগ নয়, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদেরও সরব উপস্থিতি রয়েছে। জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। জানা যায়, সমাবেশ স্থল নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারিসহ রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সমাবেশ স্থল ও আশেপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে ২৯ পয়েন্টে ৩ হাজার ৫০০ পোশাকধারী প্রোটেকশন ফোর্স থাকছে নিরাপত্তায়। এর বাইরে পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, র্যাব, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ছাড়া আরও জানা যায়, সমাবেশের বাইরে ২৯টি পয়েন্ট ও নয়টি প্রবেশ গেটে প্রোটেকশনের জন্য ২ হাজার ৫১৭ জন পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আর সমাবেশের ভেতরের বিভিন্ন পয়েন্টে প্রোটেকশনের জন্য ৯৮৩ জন পোশাকধারী সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে আআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ফোর্স তো রয়েছেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতা-কর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
এসএন
