লাঠি দেখে সরকার ভয় পায় না: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দেখে আওয়ামী লীগ সরকার ভয় পায় না। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। আমরা জনগণের উন্নয়ন নিয়ে চিন্তা করি। দেশে বর্তমানে তেল ও চালের দাম কিছুটা কমেছে।
রবিবার (৬ নভেম্বর) দুপুরে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শান্তিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সরকার উন্নয়নে বিশ্বাসী। লাঠি দেখিয়ে, গণতন্ত্রের কথা বলে, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ডলারের সমস্যা নেই। টাকার মান কিছুটা কমেছে। তা অচিরেই পূরণ হয়ে যাবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কৃষি, মৎস্য, খামার, সবজি চাষ করে উৎপাদন বাড়ান। অপচয় কমান। যেখানে ৬টা ফ্যান চলে সেখানে ১২টা লাগানোর চেষ্টা করবেন না।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের শিক্ষকরা শহরমুখী হয়ে গেছেন। স্কুল ছুটির আগেই বাসায় ফেরার চিন্তা করেন শিক্ষকরা। অনেক স্কুলে গিয়ে শিক্ষকদের খোঁজে পাওয়া যায় না। পাঠদানটা হয়ে গেছে দায়সারা। সব সেক্টর থেকে শুধু বদলির তদবির আসে। এই মনোভাব থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। যে জায়গায় পোস্টিং হয়, সেই জায়গায় মনের মাধুরী মিশিয়ে প্রয়োজনে লজিংয়ে থেকে দেশ জনগণের উন্নয়নের জন্য কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম প্রমুখ।
এসজি