ঢাকার যুব মহাসমাবেশে যাবে খুলনার ৫০ হাজার নেতা-কর্মী
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে খুলনা থেকে ৫০ হাজার নেতা-কর্মী যোগদান করবে। সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির খুলনা বিভাগীয় প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপির মিথ্যাচার ও সন্ত্রাসের দাঁতভাঙ্গা জবাব হবে যুব মহাসমাবেশ। আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এই রাজনৈতিক জবাব দেওয়া হবে।
এ সময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তরুণ সমাজের অহঙ্কার হচ্ছে যুবলীগ। বাংলার আনাচে-কানাচে সর্বত্রে যুবলীগ তার কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের জনপ্রিয়তার চরম শিখরে অবস্থান করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানুষকে বিভ্রান্ত করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের বিএনপির স্বপ্ন দুঃসহ স্বপ্নে পরিণত হবে। উন্নয়ন, জবাবদিহিতা ও স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আহ্বানে গণজাগরণ গড়ে তোলা হবে। সেই গণজাগরণের দুর্নীতি ও হত্যা মামলার আসামি খালেদা জিয়া ও তারেকের দিবা স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যাবে।
নেতৃবৃন্দরা বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললেও তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয়। তারা সব সময় দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। সে কারণে এ দেশের মানুষ তাদের প্রত্যাক্ষাণ করছে। এখন তারা দেশে-বিদেশে মিথ্যাচার করে বেড়াচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের ভাবমূর্তী ক্ষুন্ন করছে। কিন্তু আমরা তা মেনে নেব না। এদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াব।
তারা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে যুবলীগ সৃষ্টি করেছিলেন সোনার বাংলা বিনির্মাণে কাজ করার জন্য। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও বেশী শক্তিশালী করতে দেশ নিয়ে কারো অপতৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থানে দাড়াব। ওই দিনের সমাবেশে আমরা বিএনপিকে দেখিয়ে দেব গণসমাবেশ কাকে বলে।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সভাপতিত্বে ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ, সহ-সম্পাদক মো. বাবলুর রহমান বাবলু, কার্যকরি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, মো. হুমায়ুন কবির, জি এম গফফার হোসেন, মো. তারিক আল মামুনসহ প্রমুখ।
এসআইএইচ