ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর
আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কাউন্সিল আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ নভেম্বর) একাধিক সূত্রে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের এই তারিখ জানা গেছে।
দুই বছর মেয়াদি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ জুলাই। তবে শোভন-রাব্বানী অপসারণের দিন থেকে হিসাব করলে এ কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের ৪ জানুয়ারি।
অন্যান্যবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী হিসেবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, গত সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া তারিখ অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হন গোলাম রাব্বানী। এর দুই মাস পর ২০১৮ সালের ৩১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হয়েছিল। কিন্তু এক বছরের মাথায় অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে শোভন-রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে অপসারণ করা হয়।
গঠনতন্ত্র অনুযায়ী, এক নম্বর সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে সভাপতি ও এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এনএইচবি/এসজি