গণঅভূত্থানে সরকারের পতন হবে: খন্দকার মোশাররফ
গণঅভূত্থানের মধ্যে দিয়ে বর্তমান অনির্বাচিত ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘এই সরকার দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে; এদের দ্বারা মানবাধিকার রক্ষা হবে না। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে; অর্থনীতি তাদের দ্বারা মেরামত করা সম্ভব হবে না। আমাদের টার্গেট একটাই; সেটা হচ্ছে রাজপথের ফয়সালায় গণঅভূত্থানে এই সরকারের পতন ঘটাতে হবে।
বুধবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মোশাররফ হোসেন এসব কথা বলেন। তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মাহনগর উত্তর-দক্ষিণ বিএনপি।
মোশাররফ হোসেন বলেন, তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ ও সরকারের ভয়ের একমাত্র কারণ তিনি দেশের রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই ভয় থেকেই সরকারের নির্দেশে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। স্বাধীনতার ঘোষণা দেওয়ায় জিয়াউর রহমান, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় করায় খালেদা জিয়া ও বিএনপিকেও ভয় পায় আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, আওয়ামী লীগ লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছে, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি; আজকের প্রধানমন্ত্রী গায়ের জোরের প্রধানমন্ত্রীর। তিনি লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে বলেছিলেন। আর এখন বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির কবলে পড়ে সমগ্র দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আওয়ামী লীগ ও সরকারের টাকা পাচারের কারণে এখন হাতে ডলার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের গরিব মানুষ খেতে পারছে না, মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে গেছে। আর ভোট চোরেরা আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র করছে।
সরকারের উদ্দেশে বর্ষীয়ান এই নেতা বলেন, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করা যাবে না। পরিবহন ধর্মঘট উপেক্ষা করেও সমাবেশ সফল করছে বিএনপির নেতা-কর্মীরা। সময় থাকতে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করুন। খালেদা জিয়াকে মুক্তি দিন। খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। জনগণ রায় দিয়েছে পরবর্তী সরকার হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সরকার।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।
এসএন