‘বিএনপির এমপিরা পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে’
সংসদ থেকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলেই কী, আর না করলেই কী, তাতে কি সংসদ অচল হয়ে যাবে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (৩০ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগের হুমকি দিচ্ছেন, এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কী জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'তাদের হুমকির কী আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ
করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কী, না গেলেও কী, নির্বাচনের এক বছর বাকি।
বিএনপি বলেছে নির্বাচনে যাবে না, তাদের এক দাবি সরকারকে পদত্যাগ করতে হবে- এ বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো এক বছর বাকি। এখনো অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। পদ্মা মেঘনা যমুনা মধুমতি জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পর্কে বলেন, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন, এগুলোর সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের সভাপতি দিয়েছেন। এ ব্যাপারে আমরা কো-অর্ডিনেট করছি। সম্মেলনগুলোতে নেত্রীকে সহযোগী সংগঠনগুলো চায়। তাই নেত্রীর সময়ের সঙ্গে মিলিয়ে তারিখগুলো আমরা দিয়ে দেব। সিদ্ধান্ত হয়ে গেছে। জাতীয় সম্মেলনের আগে মেয়াদ উত্তীর্ণ অনেকগুলো সম্মেলন হবে। এগুলো আমরা করে ফেলব। ভাতৃপ্রতিম সহযোগী সব সংগঠনিক সম্মেলন হবে জাতীয় সম্মেলনের আগে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপনসহ কেন্দ্রীয় নেতারা।
এসএম/এসএন