ধাক্কা দিয়ে সরকারকে ফেলা যাবে না: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের যতজনকে হত্যা করেছে, ২০১৩-১৪ ও ১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে যত মানুষকে হত্যা করেছে, এই পাপের দায়ভার বিএনপিকে বহন করতে হবে।
বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা স্বপ্ন দেখছেন, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। এটা কি কচু পাতার পানি? টলমল করে, আর ধাক্কা দিলে পড়ে যাবে? এটা আওয়ামী লীগ সরকার। এ দলের শিকড় বাংলার মাটিতে, অনেক গভীরে। ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া যাবে না।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা।
পরে ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
এসজি