ঢাকা জেলা আওয়ামী লীগের দায়িত্বে বেনজীর ও তরুন
বেনজীর আহমেদ ও পনিরুজ্জামান তরুন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পনিরুজ্জামান তরুন।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর শেরে-বাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঢাকা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বণ্টন করবেন। এজন্য সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেন। আগামী ৩ বছরের জন্য এই কমিটির দায়িত্ব দেওয়া হয়। নতুন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বেনজীর আহমেদের জন্ম ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি ধামরাইয়ের বৈন্যা গ্রামে। ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন বেনজীর। পরের বছর ওই কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে সভাপতি হন ধামরাই থানা ছাত্রলীগের। পরবর্তীতে ছাত্রলীগের ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি ও দুইবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দুইবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুইবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি।
আর সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।
এসএম/এসজি