আওয়ামী লীগের সমাবেশ বিকালে হলেও সকালেই মানুষের ঢল
বড় ধরনের জমায়েত দিতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর শেরে-বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরইমধ্যে সম্মেলন স্থলের মঞ্চ ও মাঠের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন বিকালে হলেও সকাল ১০টা থেকে ঢাকা জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ইউনিটের নেতা-কর্মীরা সম্মেলন স্থলের আশপাশে আসতে শুরু করেছে।
ছোট কাভার্ড ভ্যান, বাস, ট্রাকে চড়ে মানুষ আসতে শুরু করেছে। কোথাও কোথাও বাদ্য যন্ত্র নিয়ে জড়ো হচ্ছে। আবার বিভিন্ন ওয়ার্ড ও থানার ভিন্ন ভিন্ন রঙের টি-শার্ট পরে সভাস্থলে এসেছেন নেতা-কর্মীরা। সম্মেলন স্থল আগারগাঁও হলেও জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, ফার্মগেট, মিরপুর, শ্যামলী পুরো এলাকায় মানুষের ভিড়।
মানকি মিয়া এভিনিউয়ের সংসদের পাশের সড়কের কিছু অংশ বাস পার্কিংয়ের জন্য আলাদা জায়গা করে দিয়েছে ট্রাফিক বিভাগ। সমাবেশের গাড়ি মানিক মিয়া এভিনিউ, আগারগাঁও, ফার্মগেট, আসাদগেট, শ্যামলী এসব এলাকায় থাকবে। তাই শনিবার (২৯ অক্টোবর) ঢাকা শহরজুড়ে বড় ধরনের যানজটে পড়তে যাচ্ছে নগরবাসী।
এই সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ। সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্রবার (২৮ অক্টোবর) বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল (শনিবার) থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।
তার এই কথা থেকেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের টার্গেট বড় ধরনের জমায়েত দেওয়া এবং বিএনপিকে টেক্কা দেওয়া। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে সরব হচ্ছে। যা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখবে আওয়ামী লীগ। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠ গরম করবে আওয়ামী লীগ।
এসএম/এসএন