নির্বাচনে অংশগ্রহণ ছাড়া দল জনবিচ্ছিন্ন হয়ে যায়: ডেপুটি স্পিকার
কে নেতা হবেন সেটি বড় কথা নয়। আমরা সবাই জয় বাংলার স্লোগান দেই, আমার নৌকার পক্ষে আছি, আর এটিই আওয়ামী লীগের সবচেয়ে বড় সৌন্দর্য্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।
তিনি বলেন, ‘আমরা এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। আর আমাদের লক্ষ্য ২০৪১ সালের মাঝে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আর উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সকল দলের উচিৎ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।’
মঙ্গলবার(২৫ অক্টোবর) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সাথিয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাথিয়া উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মো. শামসুল হক টুকু বলেন, আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা। সে সময় আমি ও আমরা থাকব না, দেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া। আর এদেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃঙ্খল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দিবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ একটি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসএম/এমএমএ/