সর্বাত্মক আন্দোলনে প্রস্তত যুবদল: টুকু
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনস্বার্থে সর্বাত্মক আন্দোলনে প্রস্তুত রয়েছে যুবদল। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দেশের সব কাঠামো ভেঙে তছনছ করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাকস্বাধীনতা হরণ করেছে। বিচার বিভাগকে ধ্বংস করেছে। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ এই সরকারকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর সে জন্য দেশের কোটি কোটি যুবক আজ প্রস্তুত রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, যেকোনো সময়ে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। সেই আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি সবাইকে নিতে হবে। এবারের লড়াইটা শুধু অস্তিত্ব রক্ষার লড়াই হবে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না তা নির্ধারণের লড়াই। ডু অর ডাই হিসেবে এবারের আন্দোলনের জন্য যুবদলের প্রত্যেক নেতা-কর্মীকে তৈরি থাকতে হবে। যুবদলই হবে আন্দোলনের ফলাফলের নির্ধারক।
আগামী ২৭ অক্টোবর এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে দিনভর নানান কর্মসূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে সরকারবিরোধী আন্দোলনকে জোরদার করতে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও করছেন কেন্দ্রীয় নেতারা।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রস্তুতি হিসেবে এবারের যুব সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশ থেকেই সারা দেশের যুবসমাজকে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। দেশকে রক্ষা, দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যুদ্ধ ঘোষণা করেছেন, যে আন্দোলন শুরু করেছেন তা যুবসমাজকেই এগিয়ে নিতে হবে, চূড়ান্ত রূপ দিতে হবে।
মহানগর দক্ষিণের যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন মিন্টু, এম এ জিন্নাহ, মাহবুবুল হক জ্যামি, এম এ গাফফার, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন প্রমুখ।
এমএইচ/এসজি