সরকারের পতন অবশ্যম্ভাবী: মির্জা ফখরুল
ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন চলছে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের প্রবল প্রতাপ। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দল, ভিন্নমত ও বিশ্বাসের মানুষরা অবৈধ শাসকগোষ্ঠীর নির্যাতন-নিপীড়নে জর্জরিত।
তিনি বলেন, আওয়ামী সরকার জনগণকে বড় দুশমন ভাবছে বলেই রাষ্ট্রের সব অঙ্গকে আয়ত্বে নিয়ে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। অবিচার আর অনাচারের উপর নির্ভর করেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে, কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের সব অপকর্মের জবাব দিতেই জনগণ এখন রাজপথে নামতে শুরু করেছে। সরকারের পতন অবশ্যম্ভাবী।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের জামিনে থাকা নেত্রকোণা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মী আজ আদালতে হাজিরা দিতে গেলে তাদের সবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পিরোজপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়েরসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব নেত্রকোণা ও পিরোজপুরের এসব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।
এমএইচ/এসজি