দেশে সংকট আছে, তবে খাদ্য সংকট নেই: কাদের
বিশ্বজুড়ে যে অবস্থা বিরাজ করছে, সংকট চলছে সেটা সকলে মিলে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এখন বিশ্বজুড়ে যে অবস্থা, এর যে প্রতিক্রিয়া, যে সংকট সেটা আমাদের সকলকে মোকাবিলা করতে হবে। সারা বিশ্বজুড়ে জ্বালানি তেল এবং খাদ্যপণ্যের মূল্য বেশি। অথচ আমাদের বিরোধী দল জ্বালানি গ্যাস দিতে না পারলে কথায় কথায় পদত্যাগ করতে বলে। ফ্রান্সে ২৫ শতাংশ পেট্রল পাম্প বন্ধ হয়েছে, এজন্য কি সরকার পদত্যাগ করেছে?’
রবিবার (১৬ অক্টোবর) সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমাদেরকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। খাদ্য নিয়ে আপাতত কোনো সংকটে পড়ার আশঙ্কা নেই। গ্যাস তেলের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান এর সঙ্গে কথা হয়েছে গ্যাস-তেল-গ্যাসের বিষয়ে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি সমস্যা সমাধানের।’
ওবায়দুল কাদের বলেন, ‘যে রিজার্ভ আছে পাকিস্তান-শ্রীলঙ্কার তা নেই। ক্ষুধা সূচকে আমরা ভালো অবস্থায় আছি। ভারতে ক্ষুধার সূচক আফগানিস্তানের নিচে। তবে ভারতের রিজার্ভ ভালো অবস্থায় আছে। আমাদেরও ছয় মাসের রিজার্ভ আছে।’
তিনি বলেন, ‘এ জন্য সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে। সরকার পদত্যাগ করলে আপনারা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবেন?’
কথায় কথায় বললেই সরকার পদত্যাগ করবে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। আর তত্ত্বাবধায়ক সরকারও পৃথিবীর কোনো দেশে আছে? আমাদের এখানে আইনেও তত্ত্বাধায়ক সরকার বাদ গেছে। তত্ত্বাবধায়ক সরকারের এই ভূত বিএনপি মাথা থেকে নামাতে পারছে না।’
ইভিএমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ইভিএমে। সেখানে আবার দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। মজার বিষয় হচ্ছে ব্রাজিলের ক্ষমতাসীন সরকার ইভিএমে ভোট চায় না। অথচ সেখানকার বিরোধীদল ইভিএমে ভোট চায়। আমাদের এখানে ঠিক উল্টো, সরকারি দল চাচ্ছে ইভিএমে ভোট। আমরা শতভাগ চেয়েছি। আর বিএনপি চাচ্ছে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সংকটে আছি। কিছু কিছু জায়গায় সংকটে আছি। আবার কিছু কিছু জায়গায় স্বস্তিতে আছি। খাদ্য নেই, আমাদের পুকুর ভরা, সাগর ভরা মাছ আছে। অন্যান্য অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। পাকিস্তান-শ্রীলঙ্কার চেয়েও ভালো আছি। তবে মানুষ কষ্টে আছে।’
তিনি বলেন, ’কোথাও কোনো খাদ্য সংকট নেই। আপনারা দেখান তো এখন পর্যন্ত একজন মানুষ কোথায়ও খাদ্যের অভাবে মারা গেছে। তাহলে কেন এসব বলছেন?’
এনএইচবি/এমএমএ/