বাংলাদেশের উন্নয়নে বাধা তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লন্ডনে অবস্থানর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে বাধা বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় এ সংবাদ সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শাহরিয়ার আলম বলেন, চট্টগ্রামে এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের প্রতি নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করেছেন। এ আহ্বান রাষ্ট্রদ্রোহীতার শামিল।
নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সবাই নির্বাচনে আসবে কি না, সেটা সেসব দলের নিজস্ব বিষয়।
মানবাধিকার কাউন্সিলরের সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার চর্চার স্বীকৃতি। যারা অপপ্রচার করেছে তারা একটা জবাব পেল। মানবাধিকার দু-একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোভাবে থাকার অধিকারও মানবাধিকারের মধ্যে পড়ে।
ইউক্রেনের পক্ষে ভোটা দেওয়া প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার উপর ভিত্তিতে এ ভোট দিয়েছে। সব অবস্থায় সবার জন্য প্রযোজ্য হবে। যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ পাশে থাকবে। এতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হবে না।
আরইউ/আরএ/