সরকারকে পদত্যাগে বাধ্য করাতে বিএনপি-লেবার পার্টি একমত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কর্তৃত্ববাদী সরকারকে সরাতে ঐক্যবদ্ধ আন্দোলনের যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে দাবিনামা চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করেছি। তারই অংশ হিসেবে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসেছি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ শেষে মির্জা ফখরুল এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি— আমরা সবাই মনে করি এই সরকার একটি অনির্বাচিত সরকার। আমরা প্রথমেই দাবি করছি এ সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। সংসদ বিলুপ্ত করে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্ভুক্তকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর সেই তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য নতুন তারিখ ঘোষণা করে তাদের পরিচালনায় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ, নতুন সরকার গঠিত হবে।
তিনি বলেন, আমরা একমত হয়েছি খালেদা জিয়াসহ রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন তাদের মুক্তি দিতে হবে, প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া আছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও আমরা একমত হয়েছি। এ ছাড়াও আমরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জ্বালানি তেলসহ সরকারের নানা ও নিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে একমত হয়েছি আশাকরি আমরা সবাই একসঙ্গে যুগপৎ আন্দোলনে এই দাবিগুলো নিয়ে পথ চলব।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই সরকারের আমলে কোনো ধর্মের মানুষই শান্তিতে নেই। বিএনপির নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা ঐক্যমত হয়েছি। আমরা আশা করছি যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে, জনগণ ভোটাধিকার ফিরে পাবে।
তিনি বলেন, ইভিএম এর নামে ২০১৪ ও ২০১৮ মতো আরেকটি নির্বাচন করতে সরকার পাঁয়তারা করছে। আমাদের স্পষ্ট কথা বাংলাদেশের যদি নির্বাচন হয় সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই।
গত ২ অক্টোবর ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। এরপর ৩ অক্টোবর সকালে জোট শরীক জাতীয় পার্টি (কাজী জাফর), লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গেও সংলাপ করে বিএনপি।
এমএইচ/আরএ/