সাজেদা চৌধুরীর আসনে কে পাচ্ছেন নৌকা
আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা মঙ্গলবার (৪ অক্টোবর)। সেদিনই জানা যাবে প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী আসনে কার হাতে উঠবে নৌকার টিকিট।
মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় স্থানীয় সরকার নির্বাচন পৌরসভা, জেলা পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।
জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর। আসনটির জন্য মনোনয়নপত্র দাখিল ১০ অক্টোবর, যাচাই-বাছাই ১২ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর।
ফরিদপুর-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-২ আসনের তফসিল ঘোষণা করে।
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে ৯০ দিন পূর্ণ হওয়ার পূর্বেই ভোট গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। ৯০ দিন পূর্ণ হবে ৯ ডিসেম্বর।
এরই মধ্যে ফরিদপুর-২ আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, সৈয়দা সাজেদা চৌধুরী কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর লাবু, সাংবাদিক লায়েকুজ্জামান, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতমা হালিম দুলু, কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির চৌধুরী।
এসএম/এসএন