‘দেড় মাসে বিএনপির ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১০ আগস্ট থেকে এই পর্যন্ত নুরে আলম, আব্দুর রহিম, শাওন, শহীদুল ইসলাম শাওন ও আব্দুল আলিম পাঁচজন নিহত হয়েছেন। তার মধ্যে ফ্যাসিস্ট সরকারের পুলিশ চারজনকে গুলি করে এবং একজনকে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছে। ২ হাজার ৭৬৮ জনের বেশি আহত হয়েছেন, ২৯৪ জন কর্মী গ্রেপ্তার হয়েছে। প্রায় ৭৫টি মিথ্যা মামলায় এজহারভুক্ত ৫ হাজার ৪৭০ জনসহ ২৫ হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জনগণের ন্যায় সঙ্গত দাবিতে চলমান আন্দোলন দমন করতেই এই অনির্বাচিত সরকার হত্যা, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে।’
বুধবার (২৮ সেপ্টেম্বর) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রাথমিক শিক্ষকদের করণীয় বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্কুলার জারির নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা উদ্বেগজনক। এই সার্কুলারে এটাই প্রমাণিত যে, এই সরকার যে কর্তৃত্ববাদী সরকার, আমরা যে বলছি এই সরকার বাক স্বাধীনতায় সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করছে সেটা আরও প্রমাণিত হয়েছে। এই সার্কুলার জারির মধ্যে দিয়ে এখন চলমান আন্দোলনকে দমন করার ক্ষেত্রে আরেকটি নজির স্থাপন করল সরকার।’
নির্দলীয় সরকারের ফর্মুলা ‘সময় হলেই’ দেওয়া হবে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যুগপত আন্দোলনের রূপরেখা খুব শিগগিরই আসবে। খুব তাড়াতাড়ি।’
পঞ্চগড়ের করতোয়া নদীদের নৌকাডুবিতে শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।
এসএন