সাজেদা চৌধুরীকে দাফন করা হবে বনানী কবরস্থানে

বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরে নগরকান্দায় এম এন একাডেমি স্কুল মাঠে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। পরে বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবংপরবর্তীতে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রবিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ফরিদপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন>>>
এসএম/আরএ/
