গাইবান্ধা-৫ আসনে নৌকা পেলেন রিপন
প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আসনে নৌকার টিকিট পেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। গাইবান্ধা-৫ এই সংসদীয় আসনে উপ নির্বাচন আগামী ১২ অক্টোবর।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোয়ন বোর্ডের যৌথসভায় এ নাম চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্যরা হলেন-সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবুল হাসনাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।
সাঘাটা-ফুলছড়ি উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এই আসনে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেন ফজলে রাব্বী মিয়া। গত ২২ জুলাই তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনের ঘোষিত তফষিল অনুযায়ী ১২ অক্টোবর ভোট গ্রহণ হবে।
এই আসনে নৌকার টিকিট পেতে মনোনয়ন ফরম তুলেছিলেন ১০ জন। তার মধ্যে ছিলেন ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলী, মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, জিএম সেলিম পারভেজ, মোছা. লুদা মিলা পারভীন, এসএম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, উম্মে জান্নাতুল ফেরদৌস ও সুশীল চন্দ্র সরকার।
এসএম/এমএমএ/