নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল
নেতা-কর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা করছে বিএনপি। সরকারবিরোধী নানা স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা দৃশ্যত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির মিছিলে রূপ নিয়েছে। বক্তব্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেলা ১টা থেকেই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
দুপুর ২টার মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একদিকে নাইটিঙ্গেল মোড় আর অন্যদিকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা অবস্থান নেন।
বেলা ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে এই নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর এসে শেষ হওয়ার কথা রয়েছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘স্বাধীনতার অপর নাম, জিয়াউর রহমান’, ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ স্লোগানে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা প্রকম্পিত করে তোলেন।
নেতা-কর্মীরা দলীয় পতাকা ও লাল-সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। এসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই’, স্লোগান দেন কর্মী-সমর্থকেরা।
দলীয় ও জাতীয় পতাকা, রং-বেরঙের ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এই শোভাযাত্রায় অংশ নেন।
এসএন