বিদেশে সব ষড়যন্ত্রের খবর আমাদের জানা: কাদের
ফাইল ছবি
কে কোথায় ষড়যন্ত্র করছে, বিদেশে কী ষড়যন্ত্র হচ্ছে সব খবর আমাদের কাছে আছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা এবার সতর্ক।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় প্রাঙ্গণে সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা বিচলিত হয়ে উঠে। কারণ তখন তাদের ষড়যন্ত্রের মুখচ্ছবি ভেসে উঠে। বিএনপি ক্ষমতার জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য।
তিন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে, নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব না। তাই তাকে সরিয়ে দিতে হত্যার বিকল্প নেই, এজন্যই বিএনপি ষড়যন্ত্র করছে। তবে এবার আর পার পাবে না, আওয়ামী লীগ সতর্ক আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে কোথায় ষড়যন্ত্র করছে, বিদেশে কী ষড়যন্ত্র হচ্ছে সব খবর আমাদের কাছে আছে। আমরা এবার সতর্ক।
রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে বসে টেমস নদীর তীরে কলকাঠি নাড়ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানে বসে স্লোগান দিচ্ছে টেক ব্যাক, আর বিএনপি মহাসচিব দেশে স্লোগান দিচ্ছে বাংলাদেশ।
তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, কাদেরকে টেক ব্যাক করছেন? সেদিন হারিয়ে গেছে, সেদিনের স্বপ্ন দেখেও লাভ নেই। আগস্ট মাস বিএনপির চক্রান্তের মাস দাবি করে ওবায়দুল কাদের বলেন, সারা দুনিয়ার ছবি চোখে ভাসে না। শুধু বাংলাদেশের ছবি চোখে ভাসে বিএনপির।
'নির্বাচনের দরকার নেই, দরকার সরকার পতনের'- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা আছি রাজপথে, সব অশুভ শক্তিকে মোকাবিলা করা হবে। সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতারা।
এসএম/এসজি