বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই। আওয়ামী লীগ জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে, বিদেশিদের সমর্থনে নয়।
শনিবার (২০ আগস্ট) বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব কারা তা এখনো অজানা রয়ে গেছে উল্লেখ করে কাদের বলেন, ভবিষ্যত প্রজন্মের জানা প্রয়োজন নেপথ্যের কুশীলব কারা। বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম নজির ১৫ আগস্ট হত্যাকাণ্ড। যে বুলেট শেখ হাসিনাকে পিতৃহারা করেছে সে বুলেটই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান খুনিদের যদি মদদ না দিত তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস খুনিরা পেত না। যে হত্যা করে আর যে নেপথ্যে খুনিদের সহযোগিতা করে তারা উভয়ই সমান অপরাধী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনপ্রিয়তা যাচাই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আসুক তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু। নির্বাচনে আসুন তখন টের পাবেন জনপ্রিয়তা কার বেশি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দীন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, স্বাশিপের সভাপতি ইকবাল আর্সলানসহ মেডিকেল অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা।
এসএম/এসজি