মোমেন আওয়ামী লীগের কেউ না: আব্দুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যে বিব্রত আওয়ামী লীগ। তার বক্তব্যে দলের ভেতর চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আওয়ামী লীগের কেউ না, তার বক্তব্যের দায়ভার দল নেবে না।’
শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই আলোচনায় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ।
আবদুর রহমান বলেন, ভারত নিয়ে আবদুল মোমেনের বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।
আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতাক আসামিদের দেশে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্র প্রধানদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যেসব আসামি এখনো পলাতক তাদের ফিরিয়ে দিন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি শান্তির বার্তা। শান্তির জন্য তিনি একজন শিক্ষক।
এসএম/এসএন