ভোলায় সংঘর্ষ
‘পুলিশ কি আঙুল চুষবে’
ভোলার ঘটনায় বিএনপির দিকে অভিযোগের তীর ছুড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোলার ঘটনা কে ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে, কারা আক্রমণ করেছে, কারা মিছিল করছে। কারা সেদিন অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছে। পুলিশ কী করবে আঙুল চুষবে?
শুক্রবার (৫ আগস্ট) শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘাতক চরিত্র বেপরোয়া হয়ে উঠেছে। আগস্ট মাস এলেই বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়।
তিনি বলেন, ভোলার ঘটনাকে ঘটিয়েছে ভিডিও ফুটেজ দেখুন। কীভাবে ঘটেছে কার আক্রমণ করেছে। কারা মিছিল করছে। কারা সে দিন অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করেছে। পুলিশ কী করবে আঙুল চুষবে। তাদের ঘাতক চেহারা ভোলায় তারা স্পষ্ট করেছে। তারা চেয়েছে নির্বাচনকে সামনে রেখে আবারও বাংলাদেশে অস্থির উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে। আবারও আগুন সন্ত্রাস করে তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আমরা প্রস্তুত আছি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করব। এটাই হোক আমাদের আজকের দিনের শপথ।
তিনি বলেন, জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে পচাত্তরের রক্ত স্নাত দিনে। শহীদ শেখ কামালের কাছে বাংলাদেশের তরুণ সমাজের অনেক কিছু শেখার আছে। বহুমাত্রিক প্রতিভা বহুমাত্রিক মেধার অধিকারী ছিলেন শেখ কামাল। সে তরুণ সমাজের রোল মডেল।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।
এসএম/এসএন