গ্যাসের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা: খোন্দাকার মোশাররফ
সরকার পতনে সবাইকে রাস্তায় নামার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে সরকার আছে বলে বিশ্বাস হয় না। যদি সরকার থাকতো তাহলে দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে চলে যেত না। মানুষকে অর্থকষ্ট ও অনাহারে জীবনযাপন করতে হতো না। এমন একটি অবস্থায় আজকে দেখলাম অনেকটাই ‘মরার উপর খাড়ার ঘা’ হিসাবে গ্যাসের মূল্যবৃদ্ধি। তাই এখন শুধু বিএনপি নয়, সরকারবিরোধী সকল রাজনৈতিক দল ও দেশের জনগণ এই জবাবদিহিতাহীন সরকারের হাত থেকে মুক্তি চায়।
রবিবার ৫ জুন জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনা সভার আয়োজন করেছে।
সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, এখনো সময় আছে দেশকে শ্রীলঙ্কার জায়গায় দেখতে না চাইলে পদত্যাগ করুন, সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় সরকার পতনে জনগণ রাস্তায় নামলে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে।
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে পুরোপুরিভাবে মুক্ত করতে, তারেক রহমানকে স্বাধীনভাবে দেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হলে আন্দোলনের বিকল্প নাই। সে জন্য নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বিএনপিকেই নিতে হবে। আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করতে হবে।
মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান সৈনিক হিসাবে সফল, রাজনীতিবিদ হিসাবে সফল হয়েছেন। ১৯৭১ সালে মানুষ যখন দিক-নির্দেশনার জন্য দিশেহারা তখন তিনি মুক্তিযুদ্ধের সূচনা করেছেন পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা করেছেন। তাই বাংলাদেশের ইতিহাস থেকে মেজর জিয়াকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বিষয়ে সমাধান দিয়েছেন। দেশে বিরাজমান লুটপাটের অর্থনীতি পরিবর্তন করে মুক্তবাজার অর্থনীতি চালু করে ছিলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন।
তিনি বলেন, এই সরকার দেশি ও আন্তর্জাতিকভাবে ঘেরাও হয়ে গেছে। সরকার প্রধানের রাতে ঘুম হয় না। যদি ঘুম হতো তাহলে একজন সুস্থ ব্যক্তি কিভাবে বলতে পারেন যে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে টুস করে ফেলে দেওয়া হবে।
এমএইচ/